বিশ্বনবীর অবমাননার জন্য ফ্রান্স বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা চাইতে হবে
একুশে জার্নাল
নভেম্বর ০৫ ২০২০, ২১:৫৫
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে কাল্পনিক ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে আজ ৫ নভেম্বর২০২০, বাদ জুহুর স্থানিয় বেগমপুর বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সমাবেশে বক্তারা বলেন, বিশ্বনবীর অবমাননার প্রতিবাদ রাষ্ট্রীয়ভাবে করতে হবে। ফ্রান্স রাষ্ট্রীয়ভাবে মহানবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে যে ধৃষ্টতা দেখিয়েছে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাতে হবে।
বক্তারা বলেন, আমাদের নবীর নামে ব্যাঙ্গচিত্র প্রদর্শন করে কাফেররা তামাশা করলে বিশ্বের মুসলমানরা কোনো ক্রমেই এটা বরদাশত করবে না।
বক্তারা আরও বলেন, ফ্রান্স এই ঘৃণ্য কাজ বন্ধ না করলে তাদের পণ্য বর্জনের মাধ্যমে
অর্থনৈতিকভাবে তাদেরকে দেউলিয়া করে দেয়া হবে।
ইউনিয়ণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামীয়া কাওমিয়া দারুস্সুন্নাহ গলমুকাপনের নির্বাহী মুহতামীম হযরত মুফতী ওয়াহিদুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও ইউনিয়ণ ইয়ূথ উলামা ফোরামের সদস্য মাও.মুজাম্মিল হক ও হাফিজ মনসুরের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার শিক্ষা সচিব মাও.রুহুর আমীন, মুহাদ্দিস মাও, ইমামুদ্দীন, ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল মতিন গেদাই।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ইয়ূথ উলামা ফোরামের সদস্য মুফতি আব্দুল বাতিন বিজু, চাতলপার আলিয়া মাদ্রাসার সুপার জনাব আব্দুল হাই, মাঝগাও মসজিদের ইমাম ও খতিব মাও.রশীদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক জনাব জেনেল আহমদ, তুরুন তালুকদার, দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মিনহাজ উদ্দীন মিলাদ,জনাব ক্বাজী তোফায়েল আহমদ
মাও.মইনুল ইসলাম মশকুর, ফখরুল ইসলাম,কনফিডেন্স কোচিং সেন্টারের পরিচালক মোজাক্কির আহমদ নাজু,মাহবুব আহমদ রুমন, মুহিউসুন্নাহ ক্বাসিমুল উলূম পুর্ব মোবারকপুর মাদ্রাসার শিক্ষক মাষ্টার আফসারুদ্দীন,মাদ্রাসার ছাত্র আরিফ আহমদ প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন: ইয়ূথ উলামা ফোরাম পশ্চিম পৈলনপুর ইউনিয়ণ সদস্য হাফিজ মাও.শাহ মাহবুব আলম, মাও.শামীম আহমদ, মাও.সাইফুদ্দীন মাজমুন, হাফিজ হেলাল আহমদ, হা.শিহাব ,বুরহান আহমদ,আব্দুল বাসিত জনি,ব্যবসায়ী মামুন,লিঠন আহমদ,বদরুল ইসলাম তালুকদার,শামসুল ইসলাম,মাও, ইমরান আহমদ রুবেল,মাও.এহতেশামুল হক,ফারহান খান,আবু বকর,রিপন আহমদ,হিফজুর রহমান,জাকের আহমদ,মাও.মাসুম,রেজওয়ান আহমদ,নজরুল ইসলাম,সাজ্জাদ আহমদ,মাও এমদাদ খান,আজমল হোসাইন,এমদাদ আহমদ,ফারহান আহমদ,গোলাম কিবরিয়া,মামুন আহমদ,পাভেল আহমদ,হাজীপুর মহিলা মাদ্রাসার শিক্ষকবৃন্দ,গলমুকাপন মাদ্রাসার উস্তাদবৃন্দ।