“বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান” স্লোগানে স্লোগানে উত্তাল কলারোয়া

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৩ ২০২০, ২০:৩২

রেজওয়ান উল্লাহ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও পত্রিকায় ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর মঙ্গলবার আছর নামাজ বাদ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে কলারোয়া পৌরসভার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্স বিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠে কলারোয়ার আকাশ বাতাস।

সমাবেশে ফরাসি পণ্য বর্জনের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবী করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, মাওলানা খাদেমুল ইসলাম,মাওলানা ইমাম হাসান নাসারি, আসাদুল্লাহ আল কাফি, কলারোয়া থানা জামে মসজিদের ইমাম আসাদুজ্জামান ফারুকী,শিক্ষক তামিম আজাদ মেরিন, সাংবাদিক কে এম আনিসুর রহমান, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমূখ। দোয়া মোনাজাত করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।