বিশ্বনন্দিত ক্বারী শাইখ সাদ সাইফুল্লাহ মাদানীকে ঢাকায় খেলাফত নেতা নান্নু মুন্সীর সংবর্ধনা
একুশে জার্নাল
আগস্ট ০২ ২০১৯, ২৩:৩৯
ঢাকার ডেমরা নান্নু মুন্সী জামিয়া কারীমিয়ায় বৃহস্পতিবার জাতীয় হিফজ প্রতিযোগিতাকে কেন্দ্র করে সংবর্ধনার আয়োজন করে নান্নু মুন্সী জামিয়া কারীমিয়া মাদরাসা। স্বতন্ত্র জাতীয় বিচারক, আল্লামা ইসহাক মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা, আরবের জনপ্রিয় রেডিও চ্যানেল আলিফ আলিফ এফএম এর গর্বিত বাংলাদেশী মেম্বার, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীকে প্রতিযোগিতা কমিটি ও নান্নু মুন্সী সম্মাননা পদক প্রদান করেন।
বৃহস্পতিবার বাদ আসর ডেমরা নান্নু মুন্সী মাদরাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় আমীর, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সী, অতিথী হিসেব উপস্থিত ছিলেন আল্লামা মুমতাজুল করীম বাবা হুজুর, আল্লামা এহতেরামুল হক কাসেমী পীর সাহেব উজানী, ফাইনাল রাউন্ডে বিচারক ছিলেন,শায়েখ ক্বারী আবুল হোসাইন
শায়েখ হাফেজ মুসা সাহেব, শায়েখ হাফেজ বজলুল হক, শায়েখ ক্বারী তাজুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন শায়েখ ক্বারী আবুল হোসাইন,
শায়েখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী, হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ তারেক জামীল।
এরপর প্রতিযোগিতায় ওমরা চেম্পিয়ন কোরআন তেলাওয়াত করেন। বিজয়ী ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট দেন প্রতিযোগিতা কমিটি।


