বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতই ; মাওলানা মুনীর নদভী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৯ ২০১৯, ০০:২০

বিশুদ্ধ বাংলাভাষা চর্চা করা ফরজে আইনের মতই বলে মন্তব্য করছেন বিশিষ্ট লেখক ও অনুবাদক মাওলানা হাবীবুর রহমান মুনীর নদভী।

১৮ সেপ্টেম্বর (বুধবার) কামরাঙ্গীরচরে জামিয়া মুনাওয়ারাহ মিলনায়তনে জাতীয় লেখক পরিষদের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

কলমবন্ধু সম্পাদক মুফতি আফজাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিয়মিত কলাম লেখক মুফতি শায়খ মুহাম্মদ উছমান গনী, রেডিও একাত্তরের আরজে মামুন চৌধুরী, সবার খবর সম্পাদক মাওলানা আবদুল গাফফার, মারকাজুল কুরআনের পরিচালক মাওলানা ফজলুল্লাহ, বিশিষ্ট লেখক গবেষক মুফতি মাসরুর হাসান, জামিয়া নুরিয়ার শিক্ষক মুফতি সুলতান মহিউদ্দিন, লেখক মুফতি আকরাম হুসাইন, দৈনিক বিশ্ব ইজতেমা সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সেক্রেটারী, দৈনিক যুগান্তরের সাংবাদিক বিল্লাল হোসেন সাগর, লেখক মুফতি কাজী সিকান্দার, কবি মাহমুদুল হক জালীস, কওমিকণ্ঠ সম্পাদক লেখক মুফতি ওমর ফারুক, মাওলানা সোলাইমান হোসাইন আবির, মাসিক তাবলিগ বার্তা সম্পাদক কারী সাদ সাইফুল্লাহ মাদানী, ঈশান সম্পাদক মুহাম্মদ বিন ওয়াহিদ, মুফতি মাসরুর তাশফিন, মুফতি শোআইব, মাওলানা আব্দুর রহমান, নুর শিল্পী গোষ্ঠীর পরিচালক আবিদ হাসান, ছড়াকার রফিকুল ইসলাম, গল্পকার আব্দুল্লাহ নাঈম, আল আমীন,সাংবাদিক সৈয়দ আহমাদ শফী আশরাফী, সাভারের মুফতি এহসানুল হক, উত্তরার লেখক মাওলানা আজিজুল হক নোমানী কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন লেখালেখিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী অনেক তরুণ, জাতীয় লেখক পরিষদের আয়োজনে সকলেই মুগ্ধতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মুগ্ধ হয়ে সদস্য ফরমও পূরণ করেন।