বিশিষ্ট সাংবাদিক আশিক চৌধুরীর মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৪ ২০২০, ০৮:২৭

নীহার বকুল; তারাকান্দা প্রতিনিধি।
বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ত্ব,সংবাদমাধ্যমের কারিগর,সব্যসাচি লেখক,সম্পাদক এবং মানবিক মানুষ আশিক চৌধুরী আর নেই। তিনি ময়মনসিংহ হতে বের হওয়া বহুল প্রচারিত জাতীয় দৈনিক মাটি ও মানুষ এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। কবি ও সাংবাদিক আশিক চৌধুরী হিসেবেই তিনি ময়মনসিংহে খ্যাতি লাভ করে ছিলেন। দেশবরেণ্য এই সাংবাদিক সকাল ৯ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন l অনেকদিন ধরেই তিনি কিডনি,ডায়বেটিস সহ নানারকম শারীরিক জটিলতায় বেশ ভোগছিলেন। আজ মালগুদাম মসজিদে জোহরের নামাজের পর মরহুমের জানাজা শেষে ভাটিকাশর কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মৃত্যুকালে তিনি পরিবারে স্ত্রী,এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।তার মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,শিল্পসাহিত্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ আশিক চৌধুরীর মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন।
ইতিহাসের পরম্পরাকে বুঝতে হলে শক্তিমান এই লেখক, সাংবাদিকের জীবনের সৃজনশীল আলোকিত অধ্যায় সম্পর্কে জানতে হবে তার লেখনির মাধ্যমে।