বি’বাড়িয়া শাহবাজ সেতু ভেঙে অচল ঢাকা-সিলেট মহাসড়ক
একুশে জার্নাল
জুন ১৯ ২০১৯, ১৪:৩২

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতুর উপর বেইলী সেতু ভেঙ্গে মঙ্গলবার দুপুর থেকে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশ্বরোডের মোড় থেকে মাধবপুর পর্যন্ত প্রায় ২২কিলোমিটার দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সাধারন। সেতুটি ভাঙ্গার পর পরই সড়ক ও জনপথ বিভাগ সেতুটি মেরামত কাজ শুরু করেছেন। মেরামত কাজ শেষ হতে কতদিন লাগতে পারে জানতে চাইলে সঠিক কনো উত্তর পাওয়া যায়নি কর্তৃপক্ষের কাছ থেকে। তবে সম্ভবত ৩-৪দিন লাগতে পারে।
বিভিন্ন গণমাধ্যমে বারবার এ ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে রিপোর্ট করলেও টনক নড়েনি স্থানীয় কর্তৃপক্ষের। ফলে আজ জনসাধারণকে চরম কষ্ট পোহাতে হচ্ছে।

১৯৬৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুুরে তিতাস নদীর উপর এই সেতু নির্মান করা হয়। বারবার জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে গুরুত্বপূর্ন এই সেতুটি।
নড়বড়ে এই সেতুর পাশে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। গত ২০১৭ সালের ১০ জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৭ কোটি টাকা । নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি।
এতো বড় একটা কাজ গোটা কয়েকজন শ্রমিকদের দিয়েই করানো হচ্ছে ধীরগতিতে।