বিপুল পরিমাণে ভারতীয় ফরমালিন সুন্দরবন থেকে আটক
একুশে জার্নাল
জানুয়ারি ১০ ২০১৯, ০৪:০৪
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সুন্দরবনের কোলে ভারতীয় সীমান্তবর্তী একটি জেলা।এই সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে ভারত সীমান্তবর্তী হলদেবুনিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফরমালিন আটক করেছেন সাতক্ষীরার শ্যামনগরের কৈখালীর কোস্টগার্ড সদস্যরা। সীমান্তবর্তী জেলা হওয়ায় কিছু অসাধু চক্র এই ধরনের মান অবৈধভাবে আনা নেওয়া করে।
রাত ৯টার দিকে চোরাকারবারিরা অবৈধভাবে ফরমালিন বাংলাদেশে আনার সময় শ্যামনগর কৈখালী কোস্টগার্ড পেটি অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদ পেয়ে সেগুলো আটক করে। কোস্টগার্ড অপারেশন্স অফিসার লেঃ মাহমুদ জানান, ফরমালিন পাচারের খবর জানতে পেরে তাৎক্ষনিক সুন্দরবনের হলদে বুনিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে ৪ সিলিন্ডার বিশিষ্ট একটি বোট সহ ৯৪০ কন্টিনিয়ার ভর্তি ৪হাজার ৭শত লিটার ভারতীয় ফরমালিন জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে পাচারকারীরা নদীতে লাফিয়ে সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। বোট সহ জব্দকৃত ৭৮লাখ ২০হাজার টাকা মুল্যের ফরমালিন শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। শ্যামনগর থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।