বিনা টিকেট ভ্রমণ, ৯০ যাত্রীকে জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৪ ২০২০, ১০:১৩

কাজী রিফাত জাহান (চট্টগ্রাম প্রতিনিধি ): বিনা টিকিটে ভ্রমণকারী ৯০ যাত্রীর কাছে থেকে জরিমানা আদায় করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ ।

গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে লাকসাম রেল স্টেশনে চলাচলকারী কয়েকটি আপ এবং ডাউন ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে ।

অভিযানে নেতৃত্ব দেন আরএনবি’র কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী সাংবাদিকদের বলেন, ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে পরিচালিত অভিযানে টিকেট না থাকায় ৯০ যাত্রীকে জরিমানা করা হয়েছে।