বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে স্বাধীনতা দিবস উদযাপন মানিবছড়ি ব্লাড ডোনার্সের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৬ ২০১৯, ১৬:১৬

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মানিকছড়িতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেন মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন।

আজ (২৬ মার্চ) মঙ্গলবার, মানিকছড়ি রানী নিহার সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যান জয়নাল আবদীনের উদ্ভোদনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়, এতে প্রধান অতিথি ছিলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বাবু ম্রাগ্য মার্মা।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বমোট ৯৫০ জন শিক্ষার্থী ও নানা শ্রেণি পেশার মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জেনে নেন।

সিটিজি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের আয়োজনে ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সিটিজি ব্লাড ব্যাংকের এডমিন খালেদ হাসান,সহ কার্যকরি সদস্য রিফাত হোসাইন, তাজুউদ্দিন ও আবু শোহেব, মানিকছড়ি ব্লাড ডোনার্সের এডমিন তাজুল ইসলাম, রবিউল আহমেদ, হাসান মাহমুদ,মামুনসহ প্রমুখ।

এ সংগঠনের যাত্রা বিগত কয়েক বছর পূর্বে। “রক্তের অভাবে দিবনা হারাতে আর একটিও প্রাণ” এই স্লোগানকে বাস্তবায়ন করতেই ২০১৭ সালের ফেব্রুয়ারীতে এই সংগঠনটির পথচলা শুরু।

বর্তমানে ১০ জন এডমিন, ৪৬ জন কার্যকরী সদস্য, ৪৯ জন শুভাকাঙ্ক্ষী সদস্যসহ ফেইসবুক গ্রুপে ৪৪ হাজার সদস্য নিয়ে বর্তমানে পার্বত্য অঞ্চলসহ সারাদেশে রক্তদাতা সংগ্রহে রাত-দিন কাজ করে যাচ্ছে এই সংগঠনের সদস্যরা। এই সংগঠনটির এডমিন, কার্যকরী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে সফলভাবে। সম্প্রতি ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান সফল ও সুন্দর ভাবে সম্পন্ন করেছেন এই সংগঠনটি। উক্ত অনুষ্ঠানে এই সংগঠনের উদ্যোগে ৫০ জন গরীব অসহায় শিক্ষার্থীকে ১ বছরের শিক্ষা সামগ্রী প্রদান করে এবং তাদের পড়ালেখার দায়িত্ব নেয় এই সংগঠনটি। রক্তদান করা ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সাহায্য করা সহ নানা কর্মসূচী পালন করে আসছে ।

এছাড়াও রাঙামাটিতে ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য, উত্তরবঙ্গে বন্যার্তদের জন্য ও রোহিঙ্গাদের জন্য আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে যান মানব কল্যাণকামী সংগঠনটি।

“মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন” শুধু একটি সংগঠনই নয়, এটি এখন অনেক মানুষের আশার আলো।