বিনামূল্যে পাঠদান কর্মসূচি চালানো বিএফএ এর নবীন বরণ ও সম্মাননা অনুষ্ঠান
একুশে জার্নাল
মার্চ ১৩ ২০২০, ২২:৪২
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে বিনামূল্যে পাঠদান কর্মসূচি চালানো বিএফএ কোচিং হোম এর নবীন বরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ নুরুল আলম।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার মুনির জিসান ও মোঃ রাশেদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ মঈনুল আবেদিন নাজিম। ব্র্যাক ব্যাংক বান্দরবান শাখার একাউন্ট অফিসার জনাব আবু সাদাত মোঃ সায়েম চৌধুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল আলম বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের কর্মকাণ্ডের সঙ্গে একাত্বতা প্রকাশ করে নিজেকেও এ ধরণের সংগঠনের সাথে সম্পৃক্ত করার অঙ্গীকার করেন।
তিনি বলেন- বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশন বিনামুল্যে পাঠদান কর্মসূচির আওতায় যা করে যাচ্ছে তা এ সমাজে বিরল।
তিনি সব সময় বোয়ালখালী ফ্রেন্ডস্ এসোসিয়েশনের পাশে থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ তৈয়ব খাঁন, সহ-সভাপতি মোঃ বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ কাইছার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ তারেক, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মামুন পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল কবির, সাবেক সভাপতি মোঃ রেজাউল, সাবেক সহ-সভাপতি প্রবাল শীল ও সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ প্রমুখ।