বিনামুল্যে পবিত্র কোরআন শরিফ বিতরন করলো পাঁচদোনা ইসলামী যুব সমাজ
একুশে জার্নাল
মে ২৩ ২০১৯, ১৮:১৭
পবিত্র মাহে রমজান কুরআন নাযিলের মাস। রহমত বরকত নাজাতের পূর্নতায় এ মাসে পূর্ন হয়ে উঠে মুমিনের অতৃপ্ত হৃদয়। কোরআন নাযিলের এমাসে পাঁচদোনা ইসলামীক যুব সমাজের এক অনান্য নজীর গড়তে সক্ষম হয়েছে। এতিম গরীব মাদরাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন বিতরন এবং সাধাররন আম মুমিন মুসলমানদের মধ্যে অর্থসহ বাংলা কোরআন বিতরন করেছে।
আল্লাহ তাদের এ দ্বিনি পথ চলাকে তরান্মিত করুক।
সহযোগীতায় ছিলেন মুহা.ইস্রাফিল, সৈকদ,হৃদয়,জয়নাল,আকাশ প্রবাসী ও তাদের বন্ধুমহল।