বিদ্যুতায়িত হয়ে পিতাপুত্রের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
একুশে জার্নাল
জুন ১৮ ২০২০, ১৩:১৯

নীহার বকুল: ১৭ জুন ২০২০ রোজ বুধবার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্যামগন্জ বাজার সংলগ্ন এলাকার জালশুকা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা পূত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, ভোররাতের দিকে নিজ বাড়ির ফিসারীতে বৈদ্যুতিক মটারে পানি দিতে গেলে সমর আলী(৫৫) অসাবধানতা বসতঃ অরক্ষিত ছেড়া তারে জড়িয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়ে থাকেন এর কিছুক্ষন পর বাবার সাড়াশব্দ না পেয়ে তার ছেলে স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী পাপ্পু(২৬) এসে বাবার অবস্থা দেখে তাকে জড়িয়ে ধরে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়,আর ঘটনাস্থলেই উভয়ে মৃত্যু বরন করেন।
বিদ্যুতায়িত হয়ে দু’জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ। তাদের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।