বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল
একুশে জার্নাল
ডিসেম্বর ১৯ ২০১৯, ১৫:০৭
বালাগঞ্জ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাংলা বাজারে পশ্চিম গৌরীপুর সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৮ ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ অনুষ্ঠান চলে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন কারী মাও. মুশাহিদ সিকদার। মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে ও কাজী সাইফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
বাসাস এর সভাপতি, তিলক চানপুর আদিত্য পুর আলীম মাদরাসা আরবী প্রভাষক হুসাইন আহমদ মিসবাহ, জামেয়া ইসলামিয়া ফিরুজাবাগ এর শিক্ষা সচিব মাও. ফয়েজ আহমদ
বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অফিক, সমাজ সেবক এম এ মতিন বাদশা, মাও. কামরুজ্জামান, মাও, আব্দুল আজিজ, হাফিজ হাবিবুর রহমান আনু, মাও. মনিরুল ইসলাম প্রমু্খ।
অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব সিলেট শাখা, কুশিয়ারা সাংস্কৃতিক ফোরাম বালাগঞ্জ, আন-নূর শিল্পীগোষ্ঠী গহরপুর এর শিল্পীবৃন্দরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।