বিজয়ের প্রায় অর্ধ শতাব্দি পরও স্বাধীনতার প্রকৃত স্বাদ জাতি পায়নি – অধ্যক্ষ মাসউদ খান
একুশে জার্নাল
ডিসেম্বর ২০ ২০১৯, ০১:৪৫

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান বলেছেন, অনেক রক্ত-ঘাম আর ত্যাগ- তিতিক্ষার ফসল আমাদের এই প্রিয় স্বদেশ ভূমি বাংলাদেশ আজ আভ্যন্তরিন সংকট আর বহির্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ। এ অবস্থা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য সত্যিই আশংকাজনক। তিনি বাংলাদেশের শিক্ষা- সংস্কৃতি, অর্থনীতি-সমাজনীতি, বিচার ব্যবস্থা আর রাজনীতির তুলনামূলক বিশ্লেষণ করে বলেন দেশের মানুষ আরেকটি নতুন শক্তির প্রত্যাশা করছে। নতুন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখছে। কামনা করছে তাদের সাহায্যকারী কোন বন্ধুর। তিনি মহাগ্রন্থ আল কোরআনের সূরা নিসার ৭৫নং আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন একথা আজ দিবালোকের মতো স্পষ্ট যে, ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ছাড়া মানবতার মুক্তির কোন পথ নেই। তাই খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা আয়োজিত “বিজয়ের ৪৫ বৎসর পর ও জাতীর প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য খেলাফত মজলিসে সহ-সভাপতি মাওলানা শওকত আলী। মহানগর সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন মহানগর সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, আব্দুুল হান্নান তাপাদার, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান।
গত ১৬ই ডিসেম্বর মহানগর কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান খোকন, প্রশিক্ষণ সম্পাদক ডাঃ এম এফ হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, নির্বাহী সদস্য মাওলানা মাসুক আহমদ, মাওলানা হামিদুর রহমান আশরাফ ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শাহিন এছাড়াও সিলেট মহানগরীর অন্তর্গত থানা ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ভোরে মহানগর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দুপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি