বিজেপি মুখপাত্রের মহানবীকে সা.-কে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়েছে আফগান সরকার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২২, ১২:২৬

ভারতের ক্ষমতাসীন হিন্দত্ববাদী দল বিজেপির নেতাদের মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

তালেবানের মুখপাত্র ও আফগান উপ-তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ”ইমারাতে ইসলামিয়া ভারতের শাসক দলের একজন নেতার দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা জানায়।”

তিনি বলেন, “আমরা ভারত সরকারের কাছে দাবি জানাই, এই ধরনের উগ্রপন্থীদের পবিত্র ইসলামকে অবমাননা ও মুসলমানদের অনুভূতিতে আঘাত দেওয়া থেকে যেন বিরত রাখা হয়।”

উল্লেখ্য, বিজেপির মুখপাত্র নূপুর শর্মা একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেন।

 

সূত্র : জিয়ো নিউজ