বিজেপি নেতারা মহানবী সা.-কে নিয়ে যে কটুক্তিকর মন্তব্য করেছে তা চরম ধৃষ্টতাপূর্ণ; মাওলানা সামীউর রহমান মুসা
একুশে জার্নাল ডটকম
জুন ০৮ ২০২২, ১৩:৩৪
সম্প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে অশালীন মন্তব্য ও কটূক্তির প্রতিবাদ জামেয়া মাদানিয়া কাজির বাজার সিলেট-এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পৃর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে জামেয়ার প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেব সম্প্রতি ভারতে এক টেলিভিশন বিতর্কে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃবৃন্দ মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে যে অশালীন ও কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন তা অত্যন্ত দুঃখজনক। এটি ধর্মীয় মূল্যবোধের উপর সরাসরি আঘাত। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা হয়েছে। আমরা এ অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
যে কোনো ধর্ম পালনের ব্যাপারে সকলেরই স্বাধীনতা রয়েছে। কোনো ধর্মই কাউকে অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করতে উৎসাহিত করে না। ভারতে বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি মিডিয়া অপারেশন টিমের সদস্য নবীন কুমার জিন্দাল মহানবী হযরত মুহাম্মাদ (সঃ)-কে নিয়ে যে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছে তা চরম ধৃষ্টতাপূর্ণ।
তাদেরকে শুধু বহিষ্কার নয় অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে আমরা মনে করি।
আজ দুপুর ১২টায় জামেয়ার পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামেয়া এসে শেষ হয়।
মিছিল পৃর্ব সমাবেশে পরিচালনা করেন মাওলানা ফাহাদ আমান বক্তব্য রাখেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ,মাওলানা আব্দুর রহমান ইউসুফ,মাওলানা আব্দুল খালিক,মাওলানা তারীক বিন হাবীব,মাওলানা হারুনুররশীদ,মাওলানা আব্দুল কাইয়ুম,হাফিজ মিজানুর রহমাম ছাত্রনেতা সালেহ আহমদ,সানওয়ার হুসাইন প্রমুখ।