বিজেপির সভাপতি পদ ছাড়ছেন অমিত শাহ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৬ ২০২০, ২১:১৪

বিজেপি সভাপতি পদ ছাড়ছেন অমিত শাহ এমন তথ্য পাওয়া গেছে টিবিএসনিউজ নিউজের এক প্রতিবেদনে। দলটির কার্যকরি সভাপতির দায়িত্ব পালন করছেন নদ্দা। আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন বলেও জানা গেছে।

বিজেপির দলীয় সূত্র জানিয়েছে, দ্রুতই সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নদ্দা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হবেন। ২০১৯ সালের জুলাই মানে কার্যকরী সভাপতির দায়িত্ব নেন নদ্দা। সেসময়ই নরেন্দ্র মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন শাহ।

২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারণায় সার্বিক দায়িত্বে ছিলেন নদ্দা। বিশেষত উত্তরপ্রদেশে তার পরিকল্পনার কারণে ব্যাপক সাফল্য পায় দলটি। সেখানে ৮০টি আসনের ৬২টিতেই জয় পায় বিজেপি। মোদি সরকারের প্রথম দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন নদ্দা। বেশ কয়েক বছর ধরেই দলটির নীতিনির্ধঅরনের কাজও করছেন তিনি।