বিজিবি’র সীমান্ত জয়!
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৩ ২০১৮, ১৭:১৫

বিয়ানীবাজার প্রতিনিধি: বিজিবি’র হস্তক্ষেপে বিয়ানীবাজারের গজুকাটা সীমান্তে ভারতীয়দের স্থাপনা নির্মাণ বন্ধ হয়েছে। গত শনিবার গজুকাটা সীমান্তে জিরো পয়েন্টের ৩০ গজের মধ্যে ভারতীয়রা ওই স্থাপনা নির্মাণ শুরু করে।
জানা গেছে, সীমান্তের ১৫০ গজের ভেতরে কোনো পক্ষের স্থাপনা নির্মাণ আইনের লঙ্ঘন হলেও গত শনিবার সকালে গজুকাটা সীমান্তের ১৩৫৭/১ নম্বর পিলারের কাছে জিরো পয়েন্টের ৩০ গজের মধ্যে ভারতীয় নাগরিকরা পাকা টয়লেট নির্মাণ শুরু করে। খবর পেয়ে বিজিবি-৫২’র অধিনায়ক লে. কর্নেল জামিল আহসান গতকাল রবিবার বিকাল সাড়ে তিনটায় ঘটনাস্থলে যান। স্থাপনা নির্মাণের সত্যতা পেয়ে তিনি বিএসএফ সদস্যদের সঙ্গে আলোচনা করেন।
লে. কর্নেল জামিল আহসান গণমাধ্যমকে জানান, সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় নাগরিকরা পাকা টয়লেট নির্মাণ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ’র সঙ্গে আলোচনা করি। বিএসএফ’র সহযোগিতায় নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। ঘটনাস্থলে টয়লেট নির্মাণের জন্য যে ৩ ফুট দেয়াল নির্মাণ করা হয়েছে, তাও ভেঙে ফেলা হবে বলে বিএসএফ আশ্বন্ত করেছে।