বিকেল ৫টার মধ্যে দোকান-পাট বন্ধের নির্দেশ সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৬ ২০২০, ১৫:৫০

মোঃ মামুনুর রশিদ মাহিন (সীতাকুণ্ড প্রতিনিধি)

সীতাকুণ্ডে কাঁচাবাজার,মুদি দোকান,বিকাল ৫টায় পর বন্ধ রাখার নিদেশ দিয়েছেন উপজেলা প্রসাশন।

ঔষুধদের দোকান ছাড়া,সকল দোকান বিকাল ৫টায় মধ্যে বন্ধ রাখার নিদেশ দিয়েছেন উপজেলা প্রসাশন।

চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা প্রসাশন ঔষুধদের দোকান ছাড়া,সকল কাঁচাবাজার,মুদি দোকান বিকাল ৫টায় মধ্যে বন্ধ রাখার নিদেশ দিয়েছেন উপজেলা নিবাহী অফিসার মিলটন রায়।

রবিবার ( ৫ এপ্রিল ২০) করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় রাত ৯টার দিকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।দোকানপাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় গণবিজ্ঞপ্তিতে বলেন,এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ উপজেলায় করোনা ভাইরাস জনিত প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে সকল ধরনের দোকানপাট (কিছু ব্যতিক্রম ব্যতীত) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সময়ের জন্য বন্ধ থাকবে।শুধুমাত্র সার, বীজ, কাঁচাবাজার, খাবারের দোকান এবং মুদি দোকান বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিকেল ৫টার পর ঔষধের দোকান, হাসপাতাল এবং ডাক্তারের চেম্বার ব্যতীত আর কোন দোকান কোন অবস্থাতেই খোলা রাখা যাবেনা।

এই নির্দেশ কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।