বিওয়াইএলসি আয়োজন করছে সাউথ এশিয়া ইয়ুথ রেসিলিয়েন্স সামিট ২০২০
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৬ ২০২০, ১৭:৫৪

COVID-19 এর কারণে সৃষ্ট সংকটে ব্যাপক সাড়াদানের অংশ হিসাবে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) ইতোমধ্যে দেশের ২,০০০ পরিবারের মাঝে খাবার বিতরণ, হটলাইনের মাধ্যমে তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সচেতনতা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
বিশ্বের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তরুণদের আরো নিবিড়ভাবে ধারণা দিতে বিওয়াইএলসি আন্তর্জাতিক ব্যক্তিত্বদের নিয়ে আয়োজন করছে সাউথ এশিয়া ইয়ুথ রেসিলিয়েন্স সামিট ২০২০। প্রোগ্রামটি এপ্রিল ১৬ থেকে ১৮ তারিখ পর্যন্ত, নির্ধারিত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ZOOM ও ফেসবুক লাইভে অনুষ্ঠিত হবে।
সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞ এবং তাদের সমন্বয়ে গঠিত প্যানেলিস্টদের নিয়ে আয়োজিত হবে এই ভার্চুয়াল সম্মেলনটি। কিভাবে এখনকার তরুন সমাজ কোভিড-১৯ মহামারী এবং এর পরবর্তী পরিবর্তন গুলোর সাথে খাপ খাইয়ে নিতে পারবে সে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হবে এই সম্মেলনে। তিন দিনের প্রতিটি সেশনে কিভাবে দক্ষিণ এশিয়ার তরুণরা নিজেদের বিভিন্ন দক্ষতা উন্নয়নের মাধ্যমে এই মহামারীর কারনে বর্তমান সময়ে সৃষ্ট সমস্যা গুলো সমাধান করতে পারে এবং বিশ্বকে সামনে এগিয়ে নিতে পারে তা নিয়ে বিশেষজ্ঞরা তাদের আলোচনায় আলোকপাত করবেন। এছাড়াও, সংকটকালীন সময়ে স্থিতিশীল থাকার লক্ষ্যে তরুণ নেতৃত্ব ও মহামারী পরবর্তী বিশ্বে দক্ষিণ এশিয়ার অনট্রাপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম কেমন হতে পারে তা নিয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
উক্ত সামিটে মূল বক্তাদের মধ্যে রয়েছেন, হার্ভার্ড কেনেডি স্কুল এর সেন্টার ফর পাবলিক লিডারশিপ এর প্রতিষ্ঠাতা, অধ্যাপক রোনাল্ড হাইফেজ; হার্ভার্ড বিজনেস স্কুলের জর্জ পাওলো লেমান অধ্যাপক, তরুন খান্না বিশ্বের শীর্ষস্থানীয় চিকিত্সা প্রযুক্তি সংস্থা মেডট্রনিকের চেয়ারম্যান ও সিইও, এবং ইনটেল বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশি বংশোদ্ভূত ওমর ইশরাক।