বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের প্রচারণায় হামলা
একুশে জার্নাল
ডিসেম্বর ১৮ ২০১৮, ১৪:৪৭
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, নবাবী মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলাকারীরা আফরোজার প্রচারণা সামগ্রীর ওপরও হামলা চালায়।
ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলায় অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণ গোরান এলাকার নবাবী মোড়ে এ ঘটনা ঘটে।
আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। মির্জা আব্বাস ঢাকা-৯ আসন থেকে বিএনপির পক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন।
আফরোজা অভিযোগ করে বলেন, প্রচারণা চলাকালীন ২০ থেকে ২৫ জন আওয়ামী লীগ সমর্থক তার নেতা-কর্মীদের ওপর লাঠি ও ইট-পাটকেল নিয়ে হামলা চালায়। এতে ১০ নারীসহ কমপক্ষে ৭০ জন আহত হন। এ সময় পুলিশ চেষ্টা করেও তাদের ঠেকাতে পারেনি।
আফরোজা আরও জানান, প্রচারণার সময় ঘটনাস্থলে বিএনপির চার শতাধিক সমর্থক ছিল।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নবাবী মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হামলাকারীরা আফরোজার প্রচারণা সামগ্রীর ওপরও হামলা চালায়।
এর আগে ১২ ডিসেম্বর রাজধানীর কমলাপুর ও মাদারটেক এলাকায় আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ ওঠে।