বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হবে: বন ও পরিবেশ মন্ত্রী 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৮ ২০২২, ১৮:১২

জুড়ী উপজেলা প্রতিনিধি: খালেদা জিয়া- এরশাদ যারাই ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নে কোন কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন এ দেশ এখন আর গরিব ও ভিক্ষুকের দেশ নয়। বিএনপি এখন দেশে আন্দোলন করতে চায়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। তখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় একসাথে বাংলাদেশের ৫৬০ টি জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। এ হামলায় ৩৬ জন আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা এবং ৪’শ নেতাকর্মীকে আহত করা হয়। তখন এ গ্রেনেড হামলা সম্পর্কে সাংবাদিকরা খালেদা জিয়াকে প্রশ্ন করলে তিনি নাকি কিছুই জানেনা বলে সাংবাদিকদের জানান। তিনি আরোও বলেছিলেন শেখ হাসিনা নাকি ব্যানিটি ব্যাগের মধ্যে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন। এ ধরনের কথা যিনি বলেন তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই।

পরিবেশমন্ত্রী আরোও বলেন, বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমান বিএনপির সৃষ্টি করা জঙ্গি। আমরা ক্ষমতায় এসে তাদের নির্মূল করেছি। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশে আবারো জঙ্গিবাদের উত্থান হবে এবং দেশ ধ্বংস হয়ে যাবে।

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম শিলুয়া -ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর উপর কয়লারঘাট সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় শাহীন আহমদ ও অটল কৃষান সিংহ সিবেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, মৌলভীবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু প্রমুখ।

উল্লেখ্য, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পশ্চিম শিলুয়া -ভরাডহর প্রাইমারি স্কুল রাস্তায় জুড়ী নদীর উপর এ কয়লারঘাট ব্রীজটি নির্মাণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজের নির্মাণ কাজ পান মৌলভীবাজারের ঠিকাদারি প্রতিষ্ঠান এআর ইন্টারপ্রাইজ এবং মোঃ জামাল উদ্দিন।