বিএনপি আদালতের বিরুদ্ধেই বিক্ষোভের ডাক দিয়েছে; কাদের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৯ ২০২০, ১৫:২৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে বিক্ষোভের ডাক দিয়েছে তা আদালতের বিরুদ্ধে, এটি খুবই দুঃখজনক।

শনিবার(২৯ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকার ও বিচার বিভাগকে গুলিয়ে ফেলছে। খালেদা জিয়ার আদেশ দিয়েছেন আদালত, আর বিএনপি আদালতের বিরুদ্ধেই বিক্ষোভের ডাক দিয়েছে। যা খুবই দুঃখজনক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে টার্গেট অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ইতিমধ্যে যাদের নাম এসেছে তারা নজরদারিতে রয়েছেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ ব্যবস্থাকে আরো টেকসই করতে এ সাময়িক দুর্ভোগ মেনে নিতে হবে জনগণকে। পানির উৎপাদন ব্যয় মেটানোর জন্যই সামান্য দাম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এ সময় এক প্রশ্নের উত্তরে দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের চলমান সহিংসতা যাতে দ্রুত বন্ধ হয় সেজন্য তাদের অনুরোধ জানানো হয়েছে। কারণ তাদের অভ্যন্তরীণ বিষয় হলেও প্রতিবেশী দেশ হিসেবে আমাদেরও উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ আছে বলে মন্তব্য করেন তিনি।