বিএনপি’র সঙ্গ ছাড়ছে না জামায়াত
একুশে জার্নাল ডটকম
আগস্ট ৩০ ২০২২, ০০:১৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের একটি বক্তব্য নিয়ে নানা আলোচনার মুখে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিএনপিকে রাজনৈতিকভাবে ত্যাগ করছে না। খবর বিসিসির।
জোট ত্যাগ প্রসঙ্গে জামায়াতের আমিরের বক্তব্য সম্পর্কে জানার জন্য বিসিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
দলটি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকবে বলেও জানিয়েছেন দলটির নেতারা।
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট কার্যকর নেই বলে জামায়াতের আমীরের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে তার এই বক্তব্যকে জামায়াতের আনুষ্ঠানিক কোন বক্তব্য নয় বলে দলটির নেতারা এখন উল্লেখ করেছেন।
মতিউর রহমান আকন্দ জানান, তাদের দলে ঘরোয়া আলোচনার একটি বক্তব্য নিয়ে অহেতুক বিতর্ক করা হচ্ছে। জামায়াতের যে কোনো বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তি কিংবা সংবাদ সম্মেলন অথবা জনসভার মাধ্যমে তারা তুলে ধরেন বলে তিনি উল্লেখ করেন।