বিএনপির যুগ্ম মহাসচিব গ্রেফতার
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৮ ২০১৮, ২০:৪৮
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশান গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির একজন নেতা জানান, বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল তার ব্যক্তিগত গাড়িযোগে সন্ধ্যার দিকে গুলশানের গোলচত্বর পৌঁছালে হঠাৎ পুলিশ এসে তাকে জোরপূর্বক গ্রেফতার করে গুলশান থানায় নিয়ে যায়।
সোহেলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম। তবে আটকের কারণ সম্পর্কে কিছু বলেননি তিনি।