বিএনপি’র অফিস ভাংচুর, ছাত্রলীগ নেতাকর্মী আহত
একুশে জার্নাল
ডিসেম্বর ২৩ ২০১৮, ০৪:৩১
ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ২নং ও ৪নং ওয়ার্ড সহ আরো একাধিক মহল্লার ভিত্তিক নির্বাচনী অফিস ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া যায়।
গতকাল সন্ধ্যায় একদল সন্ত্রাসীরা শহরের ২নং ও ৪নং ওয়ার্ডের অফিসগুলো ভাঙ্গচুর করে এবং উক্ত এলাকায় ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের নেতা- মোকাররম হোসেন আদি।
পুলিশ জানায়, উক্ত ঘটনায় কারা জড়িত ছিলো তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের অভিযোগ এ ঘটনায় তাদের নেতাকর্মী আহত হয়েছে।