বায়তুল মোকাররামে খতিব হিসেবে নিয়োগ পেলেন মাওলানা রুহুল আমিন
একুশে জার্নাল ডটকম
মার্চ ৩১ ২০২২, ১৬:৪৫
![](https://ekushejournal.com/wp-content/uploads/2022/03/বায়তুল-মোকাররামের-৮নং-খতিব-মাওলানা-রুহুল-আমিন-গওরডাঙ্গা-720x405.jpg)
জাতীয় মসজিদ বায়তুল মোকাররামের নতুন খতিব হিসেবে নিয়োগ পেলেন গোপালগঞ্জ গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন।
বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন মাওলানা রুহুল আমিনের ছেলে মুফতি উসামা আমিন। তবে সরকারিভাবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং অফিসিয়ালি কোনো কাগজপত্র হাতে পাননি বলেও জানিয়েছেন মুফতি উসামা।
গত ৩ ফ্রেব্রুয়ারি বায়তুল মোকাররমের সাবেক খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিনের ইন্তেকালের পর পদটি এতদিন খালি ছিল। এই পদ নিয়ে বিভিন্ন মহলে উঠেছিলো আলোচনার ঝড়। অবশেষে অনেক জল্পনা-কল্পনার পর নতুন খতিব হিসেবে নিয়োগ পেলেন মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ:-এর ছেলে মুফতী রুহুল আমীন।