বাড়তি ভাড়ার জন্য মুসুল্লির দাঁড়ি ছিঁড়লো টোল আদায়কারীরা
একুশে জার্নাল
ডিসেম্বর ০১ ২০১৮, ০৬:৪৮
দপদপিয়া সেতুর টোল জুলুমের শেষ কোথায়? ২০০শ টাকার টোল ৩০০শ টাকা চাওয়ায় দিতে আপত্তি জানান গাড়ির ড্রাইভার, এতে ক্ষিপ্ত হয়ে মুসুল্লির দাঁড়ি টেনে হিচরে ছিড়ে ফেলে ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার জানাজানি হলে সমালোচনার ঝড় উঠে।
বরিশাল নগরীর দপদপিয়া সেতুর টোলের টাকা নিয়ে প্রায়শই এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা, তারা আরো বলেন ক্ষমতাধর মাহাফুজ খান ইজারাদার তাই টোল আদায়কারীরা জনসাধারণের সাথে এমনটা হরহামেশাই করে।
গত বৃহস্পতিবার রাতে ঐ মুসুল্লি চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে টোল আদায় নিয়ে তর্কাতর্কি হলে সোহাগ নামের এক টোল আদায়কারী মুসুল্লির দাঁড়ি টেনে ছিড়ে ফেলে। ঘটনাস্থলে থাকা একব্যক্তি তার মোবাইল ফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে দিলে নিন্দার ঝড় উঠে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চায় মুসুল্লিরা ।