বাহুবল মডেল থানায় জীবানু নাশক টানেল উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১১ ২০২০, ২০:০৪

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানায় জীবানু নাশক টানেল উদ্বোধন করেছেন বাহুবল-নবীগঞ্জের এমপি শাহ নওয়াজ গাজী।

১১ জুন বিকাল ২টারদিকে উক্ত টানেল উদ্বোধনের মাধ্যমে বাহুবলের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সেবাপ্রার্থীগণ সহ সেবা প্রদানকারীগণ বর্তমান করোনাকালে ব্যাপক উপকৃত হবেন।

বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল গফ্ফার মিলাদ, ফরিদ গাজী স্মৃতি সংসদ বাহুবল উপজেলা শাখার আহবায়ক হুমায়ুন রশীদ জাবেদ প্রমুখ।