বাহুবল পাবলিক লাইব্রেরী কমিটি নির্বাচন, দপ্তর সম্পাদক পদ নিয়ে লড়ছেন মামুন
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১০ ২০১৮, ০৬:১৫
শাহ মুহাম্মদ দুলাল আহমেদ,বাহুবল হবিগঞ্জঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী “বাহুবল পাবলিক লাইব্রেরী” কার্যকরী কমটির দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বাহুবল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,এবং বাহুবল বাজারে অবস্থিত হামীম ফার্মেসীর স্বত্বাধিকারী মামুন উর রশিদ।
আগামী ১১ আগস্ট রোজ শনিবার বাহুবল অফিসার্স ক্লাবে লাইব্রেরীর সাধারন সভা শেষে কমিটি ঘোষণা করা হবে।
মামুন উর রশিদ, বাংলাদেশ তাতীলীগ বাহুবল উপজেলা শাখার সাবেক আহব্বায়ক ও বাহুবল প্রতিষ্ঠিত জাগ্রত যুব সংঘের সভাপতিত্ব করে আসছেন।
লাইব্রেরীকে সংষ্কার করতে স্থানীয় এবং জাতীয় কয়েকটি খবরের কাগজে সংবাদ প্রকাশ করার পর লাইব্রেরীকে সংষ্কার করার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন। পাবলিক লাইব্রেরীর সভাপতি হিসাবে লাইব্রেরীকে সংষ্কার পরিকল্পনা গ্রহন করেন।
আধুনিকতার সাথে তাল মিলিয়ে লাইব্রেরিটিকে সুন্দরভাবে সাজান উপজেলা নির্বাহী অফিসার। একটি কার্যকরি করি কমিটি গঠনের নিমিত্তে সদস্য তালিকা প্রকাশ করেন ও আগামী ১১ আগস্ট নির্বাচন ঘোষণা করেন।
পাবলিক লাইব্রেরীর কার্যকরি কমিটির নির্বাচনে দপ্তর সম্পাদক প্রার্থী হিসাবে মামুন উর রশিদ সকল ভোটারদের কাছে ভোট ও দোয়া-সহযোগিতা চেয়েছেন।