বাহুবলে ৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত শামীম গ্রেফতার
একুশে জার্নাল ডটকম
জুন ২৫ ২০২০, ২৩:৩০
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৮ বছরের সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী মোঃ শামীম আহমেদ(৩০)কে ফ্রিল্মস্টাইলে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
গত ২৪ জুন বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার শাহ আলীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জয়পুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মডেল থানা সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার জয়পুর গ্রামের আঃ শহিদ মিয়ার ছেলে শামীম দীর্ঘদিন যাবৎ আরব আমিরাত ও সৌদি আরবে ছিল। শামীম আহমেদ প্রায় ৩ মাস পূর্বে বাড়িতে এসে আত্মগোপনে ছিল। গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ, শামীম আহমেদ পুলিশের অভিযান টের পেয়ে বাড়ীর ছাদে আশ্রয় নেয়। কিন্তু পুলিশ বাড়ীর ছাদে উঠে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
এলাকাবাসী জানান, শামীম এমন ছেলে ছিল না। ঘটনাচক্রে আজ সে ডাকাতি মামলার আসামী।
এব্যাপারে বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার শাহ আলী বলেন, শামীমকে গ্রেফতার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। শামীম আমাদের অভিযান টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সে বাড়ীর ছাদে আশ্রয় নেয়। ছাদে উঠেই তাকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, শামীমের বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট রয়েছে, বর্তমানে সে একটি ডাকাতি মামলার ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী।