বাহুবলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘ডাক্তার চেম্বার বুথ’ স্থাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৮ ২০২০, ২২:৫২

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: বাহুবল নবীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির অর্থায়নে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “ডাক্তার চেম্বার বুথ” এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮মে) সন্ধ্যায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এমপি মিলাদ গাজী “ডাক্তার চেম্বার বুথ” এর শুভ উদ্বোধন করেন।

এসময় সংসদ সদস্য বলেন,করোনা ভাইরাসের এই মহামারীর মধ্যে ডাক্তাররা প্রথম সারির যুদ্ধা,তাই বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তারের সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।তিনি বলেন, ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত অর্থায়নে ডাক্তার চেম্বার বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিলাম।সেটার বাস্তবায়নও হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সুরক্ষা প.প কর্মকর্তা ডা.বাবুল কুমার দাশ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,সাংগঠনিক সম্পাদক মোঃ কুদ্দুছ আলী, আওয়ামী লীগ নেতা আয়াত আলী সহআওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিদিন সকাল ১০-ঘটিকা থেকে এই ডাক্তার চেম্বার বুথ দ্বারা চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।