বাহুবলে শ্রমিক-পুলিশ মুখোমুখি সংঘর্ষ ; ওসিসহ আহত ২০
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১৮:৫৩
নিজস্ব প্রতিনিধি,বাহুবল হবিগঞ্জ:জেলার বাহুবলে পুলিশ-শ্রমিক মুখোমুখি সংঘর্ষে ওসি ৭ পুলিশ সদস্য সহ ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার(২৬সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলা ঢাকা—সিলেট মহাসড়কের মিরপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন,শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি লিয়াকত হোসেন,এসআই মাসুক মিয়া,এ এসআই হাবিবুর রহমান,কনষ্টেবল মো: রিফাত,আমিনুল হোসেন, রফিকুল ইসলাম, নিশান কান্ত দেবকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যান্য শ্রমিকদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে বাধা দিয়ে আসছিল হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর বাজার থেকে দুটি সিএনজি অটোরিক্সা আটক করে হাইওয়ে থানা পুলিশ। সিএনজি আটককে কেন্দ্র করে সিএনজি শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে।এক পর্যাায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পেছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বাহুবল অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন মিরপুর শাখার সভাপতি জয়নাল আবেদিন জানান,সরকারী কাজে বাধা দিয়ে শ্রমিকরা বড় অন্যায় করেছে।
বাহুবল মডেল থানার ওসি মো: কামরুজ্জামান পুলিশ শ্রমিক সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কতজন পুলিশ আহত হয়েছে তা জানতে পারিনি। তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।