বাহুবলে শিম ও আকাশী গাছের বাগান কর্তন: পাঁচ লক্ষ টাকার ক্ষতি
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২২ ২০১৯, ১৯:৫০
শাহ মোহাম্মদ দুলাল আহমেদ, বাহুবল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় শতাধিক শিম ও আকাশী গাছের চারা কেটে শেষ করে দিয়েছে একদল দুর্বৃত্ত।
বুধবার গভীর রাতে উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়নের বাদে অলুয়া গ্রামে গাছগুলো কেটে ফেলে দেয় কে বা কারা।
হবিগঞ্জ জেলার অন্যতম শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা, মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের প্রভাষক মোহাম্মদ ইয়াকুত মিয়া জানান, প্রায় এক বিঘা জমির উপর শতাধিক শিমের চারা ও আকাশী গাছ রোপন করেছিলেন তিনি। গাছগুলো প্রায় বড় হতে চলেছে। অল্প কিছু দিনের মধ্যে শিম ধরবে বলে এক বুক আশা নিয়ে অপেক্ষায় ছিলেন। এরই মধ্যে এমন ঘটনা ঘটল।
আজ (২২আগস্ট) বৃহস্পতিবার সকালে তিনি জমিতে পরিচর্যার জন্য গেলে দেখতে পান বাগানের সব শিম ও আকাশীগাছ কে বা কারা কেটে শেষ করে দিয়েছে।
তিনি জানান, এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতিতে পড়েছেন তিনি।
তিনি বাহুবল উপজেলা প্রশাসন ও বাহুবল মডেল থানার সব ধরনের সহযোগিতা কামনা করেছেন।