বাহুবলে যুবতীর গলা কাটা লাশ উদ্ধার!
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০১৮, ০৭:৪৪
বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে রুমেনা বেগম (২২) নামের এক যুবতীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার রাজাপুর গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবতী উপজেলার মোহনপুর (রাজাপুর) গ্রামের কিরাম উদ্দিনের মেয়ে।
স্বামী পরিত্যক্ত রুমেনা প্রাণ আরএফএল গ্রুপে চাকরী করে জীবিকা নির্বাহ করে আসছিল। তবে কি কারনে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক কিছু বলতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে স্থানীয় লোকজন রুমেনার গলাকাটা লাশ তার নিজ বাড়ির ঈদগাহ পাশের ধানের জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ নিহতের স্বজনের বরাত দিয়ে আরো জানায়, সে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সে বাড়ীতেই ছিল।
পরে সকালে তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে স্থানীয় কৃষকরা সকাল ৮টার দিকে ধানী জমিতে লাশ দেখতে পায়।
অপর একটি সূত্র জানায়, প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতেই এ হত্যাকান্ড।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও থানার ওসি মো: মাসুক আলীর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের গলা কাটা ছিল।
ঘটনার সাথে কারা জড়িত তদন্ত করে বের করা