বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২২ ২০২০, ১৩:৪১

নিজস্ব প্রতিনিধি, বাহুবল: হবিগঞ্জের বাহুবলে মোটরসাইকেল দুর্ঘটনায় সিজিল মিয়া(১৭)নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার দিবাগত ভোর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সিজিল মিয়া উপজেলার দয়ালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

এলাকাবাসী ও তার বন্ধ বান্ধব সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের দয়ালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে সিজিল মিয়া তার বড় ভাই সাইদুল হক এর মোটরসাইকেল নিয়ে গত শনিবার বিকেলে মধুপুর চা বাগানে তার দুই বন্ধুকে নিয়ে গুঁড়তে যায়। রাত ৮টার দিকে বাগান থেকে ফিরার পথে চা বাগানের চেক পোস্টের বাঁশের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।এসময় সিজিল মিয়া সহ ৩ বন্ধু আহত হয়।গুরুতর আহত অবস্থায় সিজিল মিয়াকে সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১) সেপ্টেম্বর ভোর রাতে তার মৃত্যু হয়।সোমবার রাতেই পারিবারিক কবরস্থানে সিজিল মিয়ার দাফন সম্পন্ন করে তার পরিবারের লোকজন।সিজিল মিয়ার মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।