বাহুবলে মহাসড়কে বাবার চোখের সামনেই গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুর করুণ মৃত্যু,মহা-সড়ক অবরোধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৩ ২০১৯, ০৫:৫২

 

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বাবার সাথে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতিতে চালিয়ে আসা ট্রাক পরিবহনের চাকায় পিষ্ট হয়ে আশরাফুল ইসলাম (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

পুত্রকে বাচাতে পিতা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবলের ঢাকা সিলেট মহা-সড়কের দক্ষিন মুগকান্দি গ্রামের বিঞ্চপুর সরকারী বিদ্যালয়ের পাশে।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহা-সড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে। এতে উভয় পাশে যানজট সৃষ্টি হয়ে যাত্রীদের চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ নিহত আশরাফুল ইসলাম তার খালার বাড়ি বাহুবলে একটি বিয়েতে তার মা ও বাবার সাথে গিয়েছিল।

বিকেল সাড়ে ৪টার দিকে সে মা বাবার সাথে সিএনজি অটোরিক্সাযোগে তার গ্রামের পাশে মহা-সড়কে সিএনজি অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপার হতেছিল। ওই সময় মিরপুর থেকে ডুবাঐগামী একটি দ্রতগামী ইট বোঝাই ট্রাক মৌলভীবাজার ড. ১১-০৬৫৪ শিশুকে চাপা দেয়। এতে ডায়নার চাকায় পিষ্ট হয়ে শিশুটি গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় তাকে বাহুবল সদর হাসপাতালের ইমার্জেন্সীতে নিয়ে আসলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

এতে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধ করে তার প্রতিবাদ জানান। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অবরোধ চলে। পরবর্তীতে বাহুবল মডেল থানার সার্কেল পারভেজ আলম সহ স্থানীয় থানা পুলিশ ও এলাকার গণমান্য ব্যক্তিবগর্গনের প্রচেষ্টায় অবরোধ তুলে নেয়া হয়।

অবরোধের কারণে রাস্তায় উভয় পাশে যানবাহন আটকা পড়ে।
এতে যাত্রীদের বিড়ম্বনায় পড়তে দেখা গেছে।