বাহুবলে মহাসড়কে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২৩ ২০২০, ২০:৪৩

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ: হবিগঞ্জের বাহুবলে ঢাকা–সিলেট মহাসড়কে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় নূরুল ইসলাম (৩০) নামের এক সিএনজি আরোহী নিহত হয়েছে।

সে উপজেলার দক্ষিণ সাতপাড়িয়া গ্রামের আনজব আলীর পুত্র।

জানা যায়,বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াই ঘটিকার দিকে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

বাহুবল বাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী নূরল ইসলাম দোকান বন্ধ করে দুপুরের খাবারের জন্য সিএনজি যোগে বাড়ি ফিরছিল। ফেরার পথে মোহনা কমিউনিটি সেন্টার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়ক পাড়াপাড়ের সময় সিলেট থেকে ঢাকাগামী বেপরোয়া প্রাইভেট কার চট্র মেট্রো খ-১১-০৮৩৭ হবিগঞ্জ, থ- ১১- ৩২২৫ সিএনজিকে গাড়িকে চাপা দেয়।

এতে আরোহী নূরুল ইসলাম গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল সদর হাসপাতালে নিয়ে যান। পরে সিএনজি আরোহী নূরুল ইসলামের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করলে প্রতিমধ্যে গোয়ালাবাজার নামক স্থানে মৃত্যুর কোলে ঢলে পরে।

এ ছাড়া এ দূর্ঘনায় সিএনজি চালক জলিল মিয়া (৩০) গুরুত্বর আহত হয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সে হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র।