বাহুবলে মহাসড়কে ট্রাক লোড আনলোড : ১৫ হাজার টাকা জরিমানা
একুশে জার্নাল
নভেম্বর ০৭ ২০১৯, ২২:৪৪
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে ঢাকা—সিলেট মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকে মাল লোড-আনলোড করার দায়ে এলজিইডির এক কন্ট্রাক্টরকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ১১ঘটিকায় বাহুবল উপজেলার মহাসড়কের ডুবাবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হক মোঃ তাজুল ইসলাম নামে কন্ট্রাক্টরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী অফিসার আয়েশা হক জানান, মহাসড়কে নিষেধাজ্ঞা অমান্য করে ঝুকিপূর্ণভাবে মালামাল লোড আনলোড করার দায়ে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।