বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্যবান্ধবের ৩৬ বস্তা চাল উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ১২ ২০২০, ২৩:৪১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে এক ধান চাল ব্যবসায়ীর দোকান ঘর থেকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতাধীন দশ টাকা কেজির ৩৬ বস্তুা চাল উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১২ অক্টোবর) উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের নন্দনপুর বাজারে।

জানা যায়, জেলার বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের নন্দনপুর বাজারের ধান চাল ব্যবসায়ী মোঃ তাহের মিয়া দীর্ঘদিন যাবত অবৈধভাবে সরকারী বেসরকারি চোরাই চাল এর ব্যবসা পরিচালনা করে আসছে।এ নিয়ে কয়েক বার স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে।

কিন্তু তথ্য প্রমাণের অভাবে তাহের মিয়া ছাড়া পেয়ে যায়।সোমবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৬ বস্তুা চাল তাহের মিয়া(৪৫)কে আটক করেন। বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে সরকারী চাল রাখার অপরাধে তাহের মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদের্শ প্রদান করেন। তাহের মিয়া শ্রীকলস প্রকাশিত নন্দনপুর গ্রামের চন্দন মিয়ার ছেলে।