বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৬ ২০২০, ১৮:১০
বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক ডেকোরেটার্সসহ ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ শে মার্চ) উপজেলার কটিয়াদি বাজার ও নন্দনপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধ তালুকদার।
এসময় উপজেলার সীমান্তবর্তী কটিয়াদি বাজার,নন্দনপুর বাজারে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় নন্দনপুর বাজারের নীরব ডেকোরেটার্সকে ৫ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় নন্দনপুর ও কটিয়াদি বাজারে ৩ দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করে এ ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান,করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন হতে হবে।জনস্বার্থে বাহুবল উপজেলায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।