বাহুবলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; তিন ব্যবসায়ীর জরিমানা
একুশে জার্নাল
মার্চ ২০ ২০২০, ২৩:০৬
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে তিন দোকানদারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনাভাইরাসের প্রভাবের অজুহাতে উপজেলার বাহুবল সদর,মিরপুর বাজারে ব্যবসায়ীরা নিত্যপণ্য ঊর্ধ্ব দামে বিক্রি করছে।
এমন খবরে বাহুবল উপজেলা প্রশাসন সর্বক্ষণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করছে।
শুক্রবার (২০ মার্চ)উপজেলার মিরপুর বাজারে তিনটি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি অফিসার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিচিল।
এ সময় দ্রব্যমূল্যের তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য একাদিক দোকানদার কে সতর্ক করা হয়।
খৃষ্টফার হিমেল রিছিল বিষয়টি নিশ্চিত করে জানান,উপজেলায় সর্বক্ষন বাজার মনিটরিং এ কাজ করছে প্রশাসন। নিত্যপণ্য ঊর্ধ্ব মূল্যে বিক্রি করলে প্রশাসন বরাবরে অভিযোগ করার জন্য জানিয়েছেন তিনি।