বাহুবলে ভোররাতে চাল পাচার: আনসার সদস্যের সাহসিকতায় চাল আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৫ ২০১৯, ১৫:৫৪

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গভীর রাতে খাদ্যগুদামের সরকারী চাল পাচার কালে আনসার সদস্য মাসুক মিয়া তার সাহিকতার পরিচয় দেখিয়ে পাচার চক্রের হাত থেকে চাল আটক করেছে।

৫ অক্টোবর ভোর ৪ টার দিকে উপজেলার জাঙ্গালিয়া প্রধান সড়কে ৫ বস্তা সরকারী চালসহ ভ্যানগাড়ী আটক করা হয়।

জানা যায়, জাঙ্গালিয়া বানিয়াহাট থেকে পূজা মন্ডপের ডিউটি শেষ করে আনসার সদস্য মাসুক মিয়া ও তার এক সহকর্মীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ভোর ৪টার দিকে জাঙ্গালিয়া পয়েন্টে হঠাৎ দেখতে পান ৫/৬ জন লোক একটি ভ্যানগাড়িতে ঠেলে কয়েক বস্তা চাল নিয়ে আসতেছে। তখন তিনি চিৎকার দিলে ভ্যানগাড়ী রেখে চাল পাচারকারীরা পালিয়ে যায়।পরে তিনি ৫ বস্তা সরকারী চাল ভ্যান গাড়ীতে বহন করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে হাজির হন।

মাসুক মিয়ার দেয়া তথ্য মতে জানা যায়, মাসুক মিয়ার সহকর্মী পাচারকারী দলের কোন সদস্যের পরিচিত হওয়ায় সেও পালিয়ে যায়।

আনসার সদস্য মাসুক (এপিসি কমান্ড সার্টিফিকেট নং ২৪) জানান, আমি একজনকে ঝাপটে ধরেছিলাম, কিন্ত তারা কয়েকজন আমাকে কিল-ঘুষি মেরে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার নজীর মিয়া জানান, পুরো ঘটনাটি আমার অজানা।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান, চাল পাচারের বিষয়টি যথারীতি তদন্ত করে সংশ্লিষ্ট পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।