বাহুবলে বেদে পল্লীতে শীতবস্ত্র বিতরণ করলেন নবাগত ইউএনও

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২০ ২০১৯, ১১:৪৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: কনকনে শীত আর শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে মধ্যরাতে বেদে পল্লীর অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন বাহুবল উপজেলার নবাগত নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বাহুবল উপজেলায় মানবতাময় পথচলা শুরু করলেন বাহুবলের উপজেলার নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে বাহুবল উপজেলার মিরপুর বাজারের শায়েস্তাগঞ্জ রোডস্ত বসবাসরত বেদে পল্লীতে গবীর অসহায় শীতার্তদের মাঝে নিজ হাতে কম্বল করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশের সবকটি উপজেলার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় গরীব দুস্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাহুবল উপজেলায় বিতরণের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

শীগ্রই উপজেলার শীতার্ত দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

এদিকে বাহুবল উপজেলায় নির্বাহী কার্যক্রমে যোগ দিয়েই মানবতার কল্যাণে নিজেকে সূচনা করায় উপজেলায় ভূয়সী প্রশংসায় ভাসছেন তিনি।