বাহুবলে প্রকৌশলীর মারপিটে আহত সার্ভেয়ার ওয়াহিদুজ্জামান
একুশে জার্নাল
এপ্রিল ১৫ ২০১৯, ২৩:০১

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ
জেলার বাহুবলে বিতর্কিত প্রকৌশলী গোলাম মোঃ মহিউদ্দিন চৌধুরীর মারপিটে আহত হলেন উপজেলা প্রকৌশল অফিসের সার্ভেয়ার ওয়াহিদুজ্জান দুলাল।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে।
জানা যায়,সোমবার (১৫ এপ্রিল)সকাল প্রায় সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা প্রকৌশলী গোলাম মোঃ মহিউদ্দিন চৌধুরী নিজ কার্যালয়ের পাশের রুমে বহিরাগত লোকজন কে সাথে নিয়ে দরজা বন্ধ করে,দুলালের কাছে একটি রাস্তার কাগজ চান প্রকৌশলী।কিন্ত দুলাল কাগজটি আগেই পাঠিয়ে দিয়েছে প্রকৌশলীর কাছে।প্রকৌশলী কাগজটি খুজে না পেয়ে দুলালের উপরই দোষ দিতে থাকেন।
একপর্যায় কাগজ টি অফিসেই খুজে পান প্রকৌশলী।কাগজ পাওয়ার পরেও
প্রায় তিন ঘন্টা সার্ভেয়ার দুলাল কে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালায়।
এসময় দুলালের সুর চিৎকারে ঠিকাদার সহ আশ পাশের লোকজন ঘটনাক্রমে এগিয়ে আসেন।
এসময় প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী,দুলালের নিকট থেকে তিন’শ টাকার স্ট্যাম্পে জোর পূর্বক দস্তগত নেয়ার চেষ্টা চালান।
সার্ভেয়ার দুলাল প্রকৌশলীর কথা মতে স্ট্যাম্পে দস্তগত না দেয়ায় দুলালের উপর ক্ষিপ্ত হয়ে বহিরাগত লোকজন সহ সার্ভেয়ার দুলালের উপর শারীরিক ও মানুষিক ভাবে নির্যাতন চালানো হয়।
এসময় সার্ভেয়ার দুলালের ব্যবহৃত মোবাইল ফোন টি নিয়ে যায় প্রকৌশলী গোলাম মোঃ মহিউদ্দিন চৌধুরী।
আহত সূত্রে জানা যায়,গতকাল রবিবার পহেলা বৈশাখের দিন দুলাল বাসায় না থাকা অবস্থায় প্রকৌশলীর আত্বীয় শাওন নামে একজন ব্যক্তি মটর সাইকেলের চাবি আনতে বাসায় যায়,এসময় দুলালের স্ত্রী চাবি কোথায় আছে জানে না বললে, শাওন চাবির জন্য দুলালের স্ত্রীর উপর জোর চালায় বলে অভিযোগ তার স্ত্রীর।
গত দুই দিন আগে রাত প্রায় নয় টার দিকে দুলাল বাসায় না থাকা অবস্থায়,উপজেলা প্রকৌশলী গোলাম মোঃ মহিউদ্দিন চৌধুরী দুলালের বাসায় যান।
এসময় দুলাল কে না পেয়ে তার স্ত্রীর সাথে প্রকৌশলী বিভিন্ন অঙ্গবঙ্গীতে কথা বলেন,এবং সার্ভেয়ার দুলাল প্রকৌশলীর কথা মতে না চললে দেখে নেয়ার হুমকি দেন।
এ ঘটনার খবর পেয়ে জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ আবু জাকির ঘনাস্থলে আসেন।
পরে আহত দুলাল কে দেখতে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে ওয়াহিদুজ্জামান দুলালের সাথে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ ঘটনায়,বাহুবলে সর্বস্থরে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।