বাহুবলে বাস চাপায় নিহত ১, আহত ৪
একুশে জার্নাল
আগস্ট ১৬ ২০১৮, ০৬:৪৫
শাহ মুহাম্মাদ দুলাল আহমেদ,বাহুবল প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে মধ্যরাতে শ্যামলী বাসের চাপায় এক সিএনজি যাত্রী নিহতসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল মোহনা কমিউনিটি সেন্টারের সামনে যাত্রীবাহি সিএনজিকে চাপা দেয় দ্রুতগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৫১৩২) একটি বাস। এতে নিয়ন্ত্রন হারিয়ে বাস ও সিএনজি দুটোই পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
এ সময় নাছির উদ্দিন (৪৮) নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি চালকসহ আহত হন আরো ৫ জন।
নিহত নাছির উদ্দিন বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের নছর উদ্দিনের পুত্র।
আহতরা হলো, নিহত নাছির উদ্দিনের সহোদর ইছার উদ্দিন (৩০), একই উপজেলার বালিচাপড়া গ্রামের আছদ উল্লাহর পুত্র নুরুল্লাহ (৪৬), হাবিজপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র সেলিম মিয়া (৪০), হরিতলা গ্রামের আব্দুল্লাহ (৪০) ও একই গ্রামের এরাজত উল্লাহর পুত্র শফিক মিয়া (৫০)।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর আহত সেলিম মিয়া ব্যাতিত আশংকাজনক অবস্থায় সকলকেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।