বাহুবলে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ; অন্তঃসত্ত্বা মহিলা আহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ১৭ ২০২০, ০৪:৫০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জেলার বাহুবল উপজেলার পল্লীতে বসতঘরে ঢুকে অন্তঃসত্ত্বা এক মহিলা এবং তার পরিবারকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১৬ই মে) রাত সাড়ে ৯টায় বাহুবল উপজেলার রসুলপুর গ্রামে এক ঘটনা ঘটে।

জানা যায়,বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের রাসুলপুর গ্রামের ওয়াব উল্লাহ চৌধুরীর সাথে প্রতিবেশী অলি মিয়ার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওয়াব উল্লাহ চৌধুরী ও তার লোকজন অলি মিয়ার নাম ধরে গালিগালাজ করতে থাকে, এসময় অলি মিয়ার স্ত্রী শাকিরা বেগম ওয়াব উল্লাহ চৌধুরীর কাছে গালিগালাজের কারণ জানতে চাইলে কিছু বুঝে উঠার আগেই ওয়াব উল্লাহ চৌধুরীর নেতৃত্বে তার ভাই নওয়াব উল্লাহ,ভোদন মিয়া, ওয়াব উল্লাহ চৌধুরীর ছেলে হাসান চৌধুরীসহ তাদের লোকজন দাড়ালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাকিরা বেগমকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এসময় আশপাশের লোকজন শাকিরা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এমতাবস্থায় শাকিরা বেগমকে বাঁচানোর জন্য তার স্বামী অলি মিয়া ও ছেলে মুজিবুর এগিয়ে গেলে ওয়াব উল্লাহ চৌধুরী ও তার লোকজন তাদেরকেও মারধর করে। বর্তমানে শাকিরা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন।