বাহুবলে প্রাইভেট কার চালক হত্যার দুই আসামী গ্রেফতার।
একুশে জার্নাল
জুলাই ১৩ ২০১৮, ০৯:০২
নিজস্ব প্রতিনিধি, বাহুবল হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে প্রাইভেটকার চালক মোশারফ হত্যা মামলার প্রধান দুই আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই।
গ্রেফতারকৃতরা হল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের আমির হোসেনের পুত্র আফজাল হোসেন (৩০) ও কুমিল্লা জেলার মেঘনা থানার চন্দনপুর গ্রামের আলী হোসেনের পুত্র সিএনজি চালক সুমন মিয়া (৩৫)।
গত মঙ্গলবার দিবাগত রাতে পিবিআই এর ওসি ফরিদুল ইসলাম ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা যাত্রা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (১২ জুলাই) সাত দিনের রিমান্ডের আবেদন চেয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারগারে প্রেরণ করেন ও রিমান্ড শুশাণির জন্য তারিখ ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, ২৭ মে উল্লেখিতরাসহ ৫ জন লোক মোশারফের প্রাইভেটকারটি সিলেট জাফলং থেকে ভাড়া নেয়।
ওই দিন রাতেই মোশারফকে খুন করে প্রাইভেটকারটি ছিনতাই করে নিয়ে যায়।
গত ২৮ মে বাহুবলের রুপ সংকরপুর গ্রামের পাশ থেকে মোশারফের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তার ভাই বাদী হয়ে বাহুবল থানায় মামলা দায়ের করে। কিন্তু বাহুবল থানা পুলিশ কোন কিছু উৎঘাটন করতে না পারায় মামলাটি পিবিআই পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মোশারফ হোসেন মজুমদার (৩৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধুপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে।
সে দীর্ঘদিন ধরে সিলেট জিন্দা বাজার থেকে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।