বাহুবলে প্রকাশ্যে চলছে অবৈধ মাটি,বালু বিক্রির হিড়িক
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ১০ ২০২০, ২০:১১

বাহুবল (হবিগঞ্জ)থেকে: জেলার বাহুবলে অবৈধভাবে প্রকাশ্যে মাটি,বালু বিক্রির হিড়িক চলছে।
এতে ফসলি জমি থেকে মাটি পাচারের ফলে ফসল উৎপাদন,ও পাহাড়, ছড়া,নদী থেকে বালু পাচারের ফলে পরিবেশ বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।
অপরদিকে অবৈধ মাটি,বালুবাহী যানবাহন চলাচলের কারনে পথচারীদের যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। দুর্বিষহ হয়ে উঠেছে এলাকার জনপদ। এতে ভেঙ্গে যাচ্ছে এলাকাবাসীর প্রধান যোগাযোগের রাস্তা।
গত ৬ ফ্রেব্রুয়ারী অবৈধ মাটিবাহী টাক্টর চাপায় এক এসএসসি পরীক্ষার্থী রক্তাক্ত হলে এলাকায় প্রতিক্রিয়া দেখা দেয়।
অবৈধভাবে মাটি,বালু বিক্রির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার জানান, তিনি জানান এসব বন্ধে প্রশাসনর অভিযান অব্যাহত আছে ।
আমি নিজেও গভীররাতে অভিযান চালাচ্ছি। প্রশাসনের পাশাপাশি অবৈধ মাটি,বালু পাচার প্রতিরোধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে।