বাহুবলে দুই জুয়ারী আটক:এক মাসের কারাদণ্ড প্রদান
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০১ ২০১৯, ০০:১৭
নিজস্ব প্রতিনিধি বাহুবল (হবিগঞ্জ) থেকে :জেলার বাহুবলে দুই জুয়াড়িকে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট আয়েশা হক এর নেতৃত্বে আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের ফুল মিয়ার ছেলে কাশেম (২১) ও বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামের জামান উল্লার ছেলে ফয়সল মিয়া (২২)।
জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নন্দনপুর বাজারের পাশে জুয়া খেলার আসর বসেছে। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে খেলার সরঞ্জামাদীসহ কাশেম ও ফয়সল মিয়া নামে দুই জুয়াড়িকে আটক করেন।
এ সময় আরেক জুয়াড়ি পালিয়ে যায়। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের একমাস করে কারাদন্ড প্রদান করেন।
পরে তাদের থানা নিয়ে যান এস আই মোস্তাফিজুর রহমান। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টির নিশ্চিত করেছেন।